অফিস কিংবা বাসায় কম্পিউটারের
ফাইল অন্যের সঙ্গে শেয়ার করার প্রয়োজন হয়। এ ক্ষেত্রে একই নেটওয়ার্কে
কম্পিউটারটি যুক্ত থাকলে আলাদা ডিভাইসের প্রয়োজন হয় না। সহজেই ফাইল
ভাগাভাগি করা যায়। যদিও অনেকের ধারণা এ জন্য সার্ভার তৈরি করতে হবে। বিষয়টি
মোটেও সেরকম নয়। সুনির্দিষ্ট কৌশল জানা থাকলে সার্ভার সিস্টেম না থাকলেও
খুব সহজে একই নেটওয়ার্কে ফাইল শেয়ার করা যায়। কিভাবে ফাইল শেয়ারিং করতে হয়
তা নিয়ে এ টিউটোরিয়াল।
ফাইল শেয়ারিংয়ের প্রথম শর্ত কম্পিউটারগুলোকে একই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে। একই নেটওয়ার্কে থাকলে যে ফোল্ডারটিকে শেয়ার করতে হবে প্রথমে সেটিতে ডান ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে শেয়ারিং ট্যাবে ক্লিক করতে হবে। এরপর উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম হলে ‘অ্যালাউ নেটওয়ার্ক ইউজারস টু চেঞ্জ মাই ফাইল’ অপশনে টিক দেওয়ার পর সেখান থেকে নেটওয়ার্ক ব্যবহারকারী ঠিক করে দিতে হবে।
উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম হলে অ্যাডভান্স শেয়ার নামের বোতামে ক্লিক করতে হবে। শেয়ার বোতামে ক্লিক করে অ্যাড মেনু থেকে এভরিওয়ান বাছাই করে শেয়ারে ক্লিক করতে হবে। তারপর অ্যাডভান্সড শেয়ার বোতামে ক্লিক করলে শেয়ার দিস ফোল্ডারে টিক দিয়ে ওকে করতে হবে।
এতে করে নেটওয়ার্কে ফাইলটি শেয়ার হয়ে যাবে। আর শেয়ার করা ফাইলটি দেখতে হলে ডেস্কটপ বা ফাইল এক্সপ্লোরার থেকে নেটওয়ার্ক আইকনে ক্লিক করতে হবে। একই নেটওয়ার্ক বা হোম গ্রুপে থাকা কম্পিউটারগুলো দেখা যাবে এতে। এবার নির্দিষ্ট কম্পিউটারে ক্লিক করলে সেখান থেকে শেয়ার করা ফোল্ডারটি দেখা যাবে।
ফাইল শেয়ারিংয়ের প্রথম শর্ত কম্পিউটারগুলোকে একই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে হবে। একই নেটওয়ার্কে থাকলে যে ফোল্ডারটিকে শেয়ার করতে হবে প্রথমে সেটিতে ডান ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে শেয়ারিং ট্যাবে ক্লিক করতে হবে। এরপর উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম হলে ‘অ্যালাউ নেটওয়ার্ক ইউজারস টু চেঞ্জ মাই ফাইল’ অপশনে টিক দেওয়ার পর সেখান থেকে নেটওয়ার্ক ব্যবহারকারী ঠিক করে দিতে হবে।
উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেম হলে অ্যাডভান্স শেয়ার নামের বোতামে ক্লিক করতে হবে। শেয়ার বোতামে ক্লিক করে অ্যাড মেনু থেকে এভরিওয়ান বাছাই করে শেয়ারে ক্লিক করতে হবে। তারপর অ্যাডভান্সড শেয়ার বোতামে ক্লিক করলে শেয়ার দিস ফোল্ডারে টিক দিয়ে ওকে করতে হবে।
এতে করে নেটওয়ার্কে ফাইলটি শেয়ার হয়ে যাবে। আর শেয়ার করা ফাইলটি দেখতে হলে ডেস্কটপ বা ফাইল এক্সপ্লোরার থেকে নেটওয়ার্ক আইকনে ক্লিক করতে হবে। একই নেটওয়ার্ক বা হোম গ্রুপে থাকা কম্পিউটারগুলো দেখা যাবে এতে। এবার নির্দিষ্ট কম্পিউটারে ক্লিক করলে সেখান থেকে শেয়ার করা ফোল্ডারটি দেখা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন